হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন শান্ত-সৌম্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং কাপের ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে জয়ের জন্য বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। সেই লক্ষ্যে এখন ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।
এদিন ম্যাচটিতে প্রথমে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানের পুঁজি পায় সামিউল্লাহ শিনওয়ারির দল।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান ডারউইশ রাসুলি। ১২৮ বলে ৭ চার এবং ৭ ছক্কার সাহায্যে সাহায্যে ইনিংসটি সাজান এই ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকার।
সৌম্য-শান্তর হাফসেঞ্চুরিঃ নাঈম শেখ শুরুতে বিদায় নিলেও শান্তর সঙ্গে জুটি গড়েন ওপেনার সৌম্য সরকার। আফগান বোলারদের ওপর খানিকটা চড়াও হয়ে খেলেই হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। কিন্তু ৫৯ বলে ৬১ রান করার পর লেগ স্পিনার আব্দুল ওয়াসির বলে বোল্ড হন তিনি।

সাজঘরে ফেরার আগে দলকে ১০০'র ওপর নিয়ে যান এই ওপেনার। তাঁকে সঙ্গ দেয়া নাজমুল হোসেন শান্তও হাফ সেঞ্চুরি তুলে নেন। কিন্তু দলীয় ১৫৪ রানে এই লেগ স্পিনারের বলেই ৫৯ রানে বিদায় নেন তিনি।ইয়াসির আলি রাব্বি এবং আফিফ হোসেনের ব্যাটে জয়ের পথে হাঁটছে বাংলাদেশ।
ব্যর্থ নাঈম শেখঃ ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার মিলে দেখে শুনেই খেলতে থাকেন। ৩টি বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার আভাসা দিলেও ব্যক্তিগত ১৭ রানে আজমতউল্লাহ অমরজাইয়ের বলে বিদায় নেন নাঈম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সৌম্য সরকার। দুজন মিলে ইতোমধ্যে দলকে ৫০ রানের পুঁজি এনে দিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২২৮/৯ (৫০ ওভার)
(ডারউইশ রাসুলি ১১৪) (হাসান মাহমুদ ৩/৪৮, সৌম্য সরকার ৩/৫৮)
বাংলাদেশঃ ১৭৮/৩ (৩০ ওভার)
(রাব্বি ২২*, আফিফ ১০*)