স্টার্ক-কামিন্সদের সামনে নাস্তানাবুদ পাকিস্তান

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিসবেনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজি পেসারদের তোপের মুখে পড়েছে পাকিস্তান। ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ২৪০ রান।
টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। উদ্বোধনী জুটিতে শান মাসুদকে সঙ্গে নিয়ে ৭৫ রান তুলে নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তিনি।
এরপর শুরু হয় ছন্দপতন। অজি পেসারদের মিলিত আক্রমণের সামনে নাস্তানাবুদ হয় সফরকারীরা। ২৭ রানে প্যাট কামিন্সের বলে ফিরে যান মাসুদ। পরের ওভারে জশ হ্যাজেলউড ফেরান আজহারকে (৩৯)।

আক্রমণে যোগ দেন মিচেল স্টার্ক। হারিস সোহেলকে এক রানে ফেরান তিনি। তারপর বাবর আজমকেও এক রানে ফেরান হ্যাজেলউড। ৭৫ রানে এক উইকেট হারানো পাকিস্তান ৭৮ রানের মধ্যে হারায় চার উইকেট!
ইফতিখার আহমেদও (৭) এ দিন থিতু হতে পারেননি। দলীয় ৯৪ রানে নাথান লায়নের ঘূর্ণিতে ফিরে যান তিনি। এরপর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন আসাদ শফিক।
কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যাওয়ার আগে রিজওয়ান করেন ৩৭ রান। তারপর ইয়াসির শাহের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন আসাদ। ৮৩ বল খেলে ২৬ রান করা ইয়াসির স্টার্কের বলে বোল্ড হন।
এরপরের বলে শাহিন আফ্রিদিকেও ফেরান স্টার্ক। একপাশে কেবল লড়াই চালিয়ে যান আসাদ। সাতটি চারে ১৩৪ বলে ৭৬ রান করেন তিনি। শেষদিকে কামিন্সের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
শেষ পর্যন্ত ২৪০ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক চারটি, কামিন্স তিনটি, হ্যাজেলউড দুটি ও লায়ন একটি করে উইকেট নেন। এই ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে ১৬ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার নাসিম শাহের।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৪০/১০ (আসাদ ৭৬, আজহার ৩৯; স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০)।