তিন হাফ সেঞ্চুরিতে দিন শেষ করল ইংল্যান্ড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ররি বার্ন্স, জো ডেনলি এবং বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে মাউন্ট মানগানুই টেস্টের প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ২৪১ রান।
প্রথম ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করবেন বেন স্টোকস (৬৭*) এবং অলি পোপ (১৮*)। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নেন ইংল্যান্ড দলপতি জো রুট।

উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলেন ররি বার্ন্স এবং ডম সিবলি। অভিষিক্ত ইনিংসে ২২ রান করে ফেরেন সিবলি। এরপর জো ডেনলির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন বার্ন্স।
সিবলির পর ৫২ রানে থাকা বার্ন্সকেও ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম। অধিনায়ক রুট উইকেটে বেশীক্ষণ থাকতে পারেননি ২২ বলে দুই রান করে নেইল ওয়াগনারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
নতুন জুটিতে বেন স্টোকসে সঙ্গে নিয়ে দলের রানের খাতায় ৮৩ রান যোগ করেন ডেনলি। আটটি চার ও একটি ছক্কায় ৭৪ রান করা ডেনলিকে ফেরান টিম সাউদি। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি স্টোকস এবং পোপ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৯০ ওভারে ২৪১/৪ (ডেনলি ৭৪, স্টোকস ৬৭*, বার্ন্স ৫২; গ্র্যান্ডহোম ২/২৮)।