আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং কাপের ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং আফগানিস্তান। ম্যাচটিতে প্রথমে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তানভিরের প্রথমঃ ৪ উইকেট হারালেও ডারউইশ রাসুলিকে সঙ্গে নিয়ে জুটি গড়েন অধিনায়ক সামিউল্লাহ শিনওয়ারি। কিন্তু দলীয় ৭০ রানে এই দুইজনের জুটি ভাঙ্গেন তানভির ইসলাম। ইয়াসির আলি রাব্বির হ্যাতে ক্যাচ দিয়ে ১০ রানে বিদায় নেন শিনওয়ারি।

হাসান মাহমুদের বিধ্বংসী প্রথম স্পেলঃ টসে হেরে ব্যাটিং করতে নামা আফগানিস্তানকে সুবিধা করতে দেননি পেসার হাসান মাহমুদ। প্রথম স্পেলে দলীয় ১০ ওভারের মধ্যে তিন আফগান ব্যাটসম্যানকে বিদায় করেন এই পেসার। এরপর দলীয় ৩৬ রানে মুনির আহমেদকে বিদায় করেন সৌম্য সরকার।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ৭১/৫ (২১ ওভার)
(ডারউইশ ৩২) (হাসান মাহমুদ ৩/১৭)