সাইফকে নিয়ে শঙ্কা

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সফর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। দ্বিতীয় টেস্টের আগে এবার তাঁকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইনজুরির কারণে ছিটকে পড়তে পারেন তিনি!
প্রথম টেস্টের দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে ফিল্ডিং করার সময় ডানহাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাইফ। চতুর্থ স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি। আবু জায়েদ রাহির বলে হাফ সেঞ্চুরি করা চেতেশ্বর পুজারার ক্যাচ ঝাপিয়ে পড়ে ধরেন সাইফ।

ক্যাচটি ভালোভাবে লুফে নিয়ে পুজারাকে সাজঘরে ফেরালেও চোট পান এই তরুণ। আঙুলে একটি সেলাই দিতে হয়েছিল তাঁর। আপাতত বিশ্রামে আছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট, এ দল, ইমার্জিং দল; সব ধরনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পান সাইফ। জাতীয় লিগের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
চলতি মৌসুমের জাতীয় লিগে খেলতে নেমেই করেন ডাবল সেঞ্চুরি। তাঁর ২২০ রানের ইনিংসটি এবারের আসরের জাতীয় লিগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। পারফরম্যান্স করেই নির্বাচকদের নজরে এসেছিলেন সাইফ।
ইন্দোর টেস্টে ওপেনার ইমরুল কায়েস এবং সাদমান ইসলামের বাজে পারফরম্যান্সে কলকাতা টেস্ট খেলার সম্ভাবনাও জেগেছিল তাঁর। কিন্তু সেটিও নিভে যাওয়া পথে।