নতুন দলের দায়িত্বে ম্যাকেঞ্জি!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নতুন দলের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানসি লিগের দল জোজি স্টার্সের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে।
চলমান এমজানসি লিগে খুবই বাজে পারফরম্যান্স করছে গত আসরের চ্যাম্পিয়ন জোজি স্টার্স। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচই হেরেছে দলটি। টুর্নামেন্ট যত গড়াচ্ছে ব্যাটিং যেন ফিকে হয়ে যাচ্ছে জোজি স্টার্সের।

১৯৮ রান দিয়ে আসর শুরু করা দলটি ব্যাটিংয়ে ধীরে ধীরে নিষ্প্রভ হতে শুরু করে। পরের তিন ম্যাচে তাদের দলীয় সংগ্রহ যথাক্রমে ১৪৩, ১২৬ এবং ১০৮। যে কারণে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ব্যাটিং কোচ ছিলেন ম্যাকেঞ্জি। প্রধান কোচের দায়িত্বে থাকা রাসেল ডমিঙ্গোর সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে ওটিস গিবসনের দায়িত্ব নেয়ার পর ম্যাকেঞ্জিকে প্রোটিয়াদের দায়িত্বে রাখা হয়নি।
বর্তমানে বাংলাদেশ দলে একই সঙ্গে কাজ করছেন ডমিঙ্গো এবং ম্যাকেঞ্জি। যদিও প্রধান কোচ হিসেবে ডমিঙ্গো যোগ দেয়ার আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্বে ছিলেন প্রোটিয়া সাবেক এই ক্রিকেটার।