promotional_ad

দ্বিতীয় স্তরে নেমে গেল গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে রাজশাহী বিভাগকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর বিভাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে প্রথম স্তরের জায়গা ধরে রেখেছে নাসির হোসেন, আরিফুল হকরা। অন্যদিকে, ম্যাচটি হেরে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে রাজশাহী। যার ফলে আগামী আসরে জাতীয় লিগের দ্বিতীয় স্তরে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়নদের।


রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক দল। প্রথম ইনিংসে সোহরাওয়ার্দী শুভর ১০৫ রানে ভর করে ২৭৪ রান সংগ্রহ করে রংপুর। এরপর আরিফুল হকের প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৬/৪১) রাজশাহী প্রথম ইনিংসে ২৫৪ রান গুঁটিয়ে যায়। ২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে রংপুর। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে দলটি।


শেষ দিন সকালে রংপুর ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে আরিফুল, আলাউদ্দিন বাবুর বিধ্বংসী বোলিংয়ে ৯৩ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী।


ইনিংসের শুরুতে প্রতিপক্ষের দুই ওপেনার অভিষেক মিত্র এবং মিজানুর রহমানের উইকেট তুলে নিয়ে রংপুরকে শুভসূচনা এনে দেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। এরপর আঘাত হানেন আলাউদ্দিন বাবু এবং আরিফুল।



promotional_ad

রাজশাহীর মিডল অর্ডারে ধস নামান এই দুই পেসার। মাত্র ৪৩.১ ওভারেই রাজশাহীকে অলআউট করে দেয় রংপুর। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জুনায়েদ সিদ্দিকি। সাব্বির রহমান, অধিনায়ক ফরহাদ হোসেন ছিলেন ব্যাট হাতে সম্পূর্ণ নিষ্প্রভ।


রংপুরের হয়ে শেষ ইনিংসে তিনটি করে উইকেট নেন আরিফুল এবং বাবু। দুইটি উইকেট পেয়েছেন সাজেদুল ইসলাম। একটি উইকেট নেন তানবির হায়দার। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন রংপুরের অলরাউন্ডার আরিফুল।


সংক্ষিপ্ত স্কোরঃ


রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ৮৯.৪ ওভারে ২৭৪/১০ (শুভ ১০৫, আরিফুল ৫৭; দেলোয়ার ৪/৫৯, মোহর শেখ ৩/৫৩)।


রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৫৪/১০ (ফরহাদ ৭৫, অভিষেক ৬৭; আরিফুল ৬/৪১, সাজেদুল ২/৫৯)।



রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৬১ ওভারে ২২৮/৬ ডিঃ (তানবির ৭২*, আরিফুল ৪৮; দেলোয়ার ৪/৫৩, মুক্তার ২/৪৪)।


রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৪৩.১ ওভারে ৯৩/১০ (জুনায়েদ ৩৪, সুজন ২৭; বাবু ৩/৪২, আরিফুল ৩/২০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball