বিধ্বংসী বোলিংয়ে নেপালকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাটিং করা নেপালকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সুমন খান, মিনহাজুল আবেদীন আফ্রিদিদের অসাধারণ বোলিংয়ে ১৩৮ রানেই থেমে যায় নেপালের ইনিংস।
বিকেএসপির ৩ নম্বর মাঠে এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। ব্যাটিংয়ের শুরুটা দারুণ করে নেপাল। দুই ওপেনার কুশল ভুর্তেল এবং গায়ানেন্দ্রা মাল্লা দলকে দেন ৩৩ রানের জুটি। তবে নেপালের উদ্বোধনী জুটি বেশি বড় হতে দেননি পেসার সুমন খান।
দুই ওপেনারকেই ফিরিয়েছেন তিনি। কুশল ১০ এবং মাল্লা খেলেছেন ২২ রানের ইনিংস। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম পরের দুই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান। নেপালের পঞ্চম উইকেট তুলে নেন মেহেদী হাসান।

এরপরই ঘূর্ণি জাদু দেখাতে শুরু করেন মিনহাজুল আবেদীন আফ্রিদি। লোয়ার মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানকে এক অংকের ঘরেই সাজঘরে পাঠান এই লেগ স্পিনার।
৮৫ রানে ৮ উইকেট হারানো নেপালের হাল ধরার চেষ্টা করেন সোম্পাল কামি এবং কারান কেসি। দুইজন মিলে দলকে এনে দেন ৫০ রান। এই জুটি ভাঙেন মেহেদী। ১৮ রান করা কারানকে ফেরান তিনি।
শেষ উইকেট হিসেবে ৩৮ রান করা সোম্পালকে আউট করেন সুমন খান। দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সুমন এবং আফ্রিদি। দুই করে উইকেট নিয়েছেন মেহেদী এবং তানভীর।
সংক্ষিপ্ত স্কোরঃ
নেপাল ইমার্জিং দলঃ ৪৩.৩ ওভারে ১৩৮/১০ (সোম্পাল ৩৮, মাল্লা ২২; সুমন ৩/২৯, আফ্রিদি ৩/২৯)।