সতীর্থকে পেটালেন শাহাদাত!

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠেই এক বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজীব। খেলার মাঝেই সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে এই ঘটনা ঘটান রাজীব। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচের দ্বিতীয় দিন এই কাণ্ড ঘটে।

ম্যাচের মাঝে আরাফাত সানিকে বলের এক পিঠ ঘষতে বলেছিলেন রাজীব। কিন্তু কাজটি সঠিকভাবে করতে না পারার কথা জানান সানি। এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ঢাকা বিভাগের এই ফাস্ট বোলার।
মাঠেই সানিকে চড়-থাপ্পর দেয়া শুরু করেন তিনি। ঘটনাটি সবার নজরে পড়ে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে শাহাদাতের বিরুদ্ধে রিপোর্টও করা হয়েছে।
এর আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন শাহাদাত। তবে সেটি মাঠে কিংবা সতীর্থদের সঙ্গে নয়। গৃহকর্মীকে নির্যাতন করেছিলেন তিনি। এর জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।
মামলা হওয়ায় কয়েক মাস জেলেও থাকতে হয়েছে বাংলাদেশের এই পেসারকে।