অবশেষে দল পেলেন মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অবশেষে বঙ্গবন্ধু বিপিএলে দল পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন মাশরাফিকে দলে ভিড়িয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের স্থানীয় খেলোয়াড়দের চতুর্থ রাউন্ডে এসে ডানহাতি এই পেসারকে দলে নেয় ঢাকা। প্লেয়ার্স ড্রাফটের এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন তিনি।

ঢাকা প্লাটুনে মাশরাফি ছাড়াও রয়েছেন বাঁহাতি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তাঁকে এ প্লাস ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা।
এ ছাড়া ঢাকা প্লাটুন দলে রয়েছেন এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদি হাসান (বি), আরিফুল হক (বি), মমিনুল হক (এ), শুভাগত হোম (বি), মাশরাফি বিন মর্তুজা (এ+)।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত দুইজনকে দলে নিয়েছে ঢাকা। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা (এ+) এবং ইংল্যান্ডের লরি ইভান্সকে (বি) দলে ভিড়িয়েছে ঢাকা।