হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তৌহিদ হৃদয়ের টানা দ্বিতীয় শতকে ভর করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে আকবর আলীর দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ২৬০ রান। এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের যুবাদের। দলীয় ৩৭ রানেই তাঁরা উপরের সারির দুই ব্যাটসম্যানকে হারায়। এরপর উইকেটে আসেন হৃদয়। দলীয় ৬৯ রানে ওপেনার তানজিদ হাসান বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে শাহাদাত হোসেনকে নিয়ে ৬২ রান যোগ করে দলকে ম্যাচে ফেরান হৃদয়। এরপর পঞ্চম উইকেটে আকবরের সঙ্গে ১১০ রানের জুটি গড়ে দলকে অনেকটাই জয়ের বন্দরে নিয়ে যান হৃদয়। ৯ চার ও ৩ ছক্কায় ১২০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন হৃদয়।
আগের ম্যাচে যুব ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। খেলেছিলেন অপরাজিত ১২৩ রানের ইনিংস। রবিবার (১৭ নভেম্বর) চতুর্থ সেঞ্চুরি করে যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।
হৃদয় আউট হলেও অপরাজিত ৬৬ রানের পথে ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬০/৭ (পারানাভিথানা ৩১, আভিশকা ৩৪, সামাজ ৩৭, গামাগে ৪৩*, চামিন্দু ২৯; তানজিম ৩/৫৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ২৬৫/৫ (তানজিদ ২৬, হৃদয় ১১৫, শাহাদাত ২৩, আকবর ৬৬*, শামীম ১১*; আমশি ২/৫৫)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী