এক-দেড় বছরের মধ্যে টেস্ট দল পাবোঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই তিন ফরম্যাটে খেলেন। তবে প্রতিটি ফরম্যাটে নিজেদের শক্তিশালী করে তুলতে আলাদা আলাদা দল গড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী এক-দেড় বছরের মধ্যে একটি টেস্ট দল তৈরি করতে পারবে বলে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানিয়েছে, টেস্টে বাংলাদেশ দুর্বল দল এটা অস্বীকার করার উপায় নেই। তাই এই ফরম্যাটে উন্নতি করতে আলাদা টেস্ট দলের প্রয়োজনীয়তা অনুভব করছে বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করছেন তাঁরা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'আমাদের আলাদা একটি দল করতে হবে। এটা আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। ভারত হচ্ছে এখন সবচেয়ে শক্তিশালী। অন্যরাও শক্তিশালী। কিন্তু আমরা দুর্বল এটা স্বীকার করতে হবে। আমরা যে পরিকল্পনায় এগোচ্ছি, আশা করি এক থেকে দেড় বছর পর আমাদের একটি টেস্ট দল হবে। খেলা কেমন খেলবে জানি না। তবে একটা উপযুক্ত টেস্ট দল আমরা তৈরি করবো।'
চলতি টেস্ট সিরিজের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছেন। এই বিষয়টি অবাক করেছে বিসিবি সভাপতিকে।
ভারতের মতো বাংলাদেশেরও ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা দল গড়তে চান তিনি। আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের জন্যও দল তৈরি করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। তাঁর মতে টি-টয়েন্টিতে দুর্বলতা থাকলেও টেস্টেই বাংলাদেশ সবচেয়ে দুর্বল দল।
বিসিবি সভাপতির ভাষ্যমতে, 'আমরা ওয়ানডেতে মোটামুটি দল। টি-টোয়েন্টিতে আমাদের অনেক দুর্বলতা ছিল। বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দলটা ঠিক করবো। এই দিক দিয়ে চিন্তা করলে টেস্টে আমরা সবচেয়ে পেছনে। আমরা সবচেয়ে দুর্বল টেস্ট। ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজটা যে খেললাম এতোগুলো প্লেয়ার ছিল সেখান থেকে ভারতের শুধু রোহিত শর্মা এসেছে (টেস্ট দলে)। আমাদের প্রায় সবাই টেস্ট খেলছে।'