মুশফিকের উপরে ব্যাটিং নিয়ে সিদ্ধান্ত হয়নিঃ মুমিনুল

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন বাংলাদেশ মুশফিকুর রহিম। গত কয়েক বছরের চার নম্বরে ব্যাটিং করা মুশফিক ইন্দোর টেস্টে পাঁচে ব্যাটিং করেছেন। অভিজ্ঞ ব্যাটসম্যান হয়েও এতো নিচে মুশফিকের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। যদিও এখনো মুশফিকের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
টেস্টে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে সফল মুশফিক। ক্যারিয়ারের ১২টি টেস্ট এই পজিশনে খেলেছেন তিনি। যেখানে সর্বোচ্চ ৪৯.৩৫ ব্যাটিং গড় ডানহাতি এই ব্যাটসম্যানের। তবে ২০১৫ সাল থেকে চার নম্বরে ব্যাটিং করা শুরু করেন তিনি।

যে জায়গায় ৮টি টেস্ট খেলা এই ব্যাটসম্যানের গড় ২৬.০৭। কিন্তু ভারতের বিপক্ষে মুশফিক পাঁচ নম্বরে ব্যাটিং করায় উপরের সারিতে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব অনুভব করেছে বাংলাদেশ। যে কারণে মুশফিককে উপরে খেলানোর জন্য পরামর্শ আসছে ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে।
কলকাতা টেস্টে মুশফিকের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে কিনা এমন প্রশ্ন করা হলে মুমিনুল উত্তর দেন, 'আমার মনে হয় এখনও সেভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তাহলে হবে। আর আমার কাছে মনে হয় এটি একটি ইতিবাচক দিক যদি উনাকে উপরে ব্যাটিং করানো যায়। এটি দলের সিদ্ধান্ত।'
মূলত চার নম্বরে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুনের বাজে পারফরম্যান্সের কারণেই মুশফিককে উপরে ব্যাটিং করানোর আহ্বান আসছে। তবে পাঁচ নম্বরে নেমেও দলের হয়ে দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেছেন মুশফিক।
দলের একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।