সাত বছরের রেকর্ড ভাঙলেন রুয়েল

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়েছেন পেসার রুয়েল মিয়া। পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন সিলেট বিভাগের হয়ে খেলা ১৮ বছর বয়সী এই তরুণ।
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় এই রেকর্ড গড়েন রুয়েল মিয়া। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রান খরচায় ৮ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এটি দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো পেসারের সেরা বোলিং ফিগার।
২০১২ সালে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন ঢাকা মেট্রোর হয়ে খেলা তালহা জুবায়ের। দীর্ঘ সাত বছরে তাঁর রেকর্ড ভাঙতে পারেননি কোনো পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই এবার সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন রুয়েল।

বাঁহাতি এই পেসারের বোলিং তোপে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় চট্টগ্রামের প্রথম ইনিংস। ওপেনার পিনাক ঘোষকে দিয়ে শিকার শুরু করেন রুয়েল। পরের ওভারেই তিনে মানা ব্যাটসম্যান আলভী হককে সাজঘরে ফেরত পাঠান এই তরুণ।
প্রথম স্পেলে ৮ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রুয়েল। এরপর দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে ৬ উইকেট তুলে নিয়ে পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় স্পেলে ৬.১ ওভারে ১১ রান খরচায় ৬ উইকেট তুলে নেন সিলেটের এই তরুণ পেসার।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে পেসারদের সেরা বোলিং ফিগারঃ
৮/২৬- রুয়েল মিয়া- ২০১৯
৮/৩৫- তালহা জুবায়ের- ২০১২
৮/৬৭- সৈয়দ রাসেল- ২০০৪
৮/৬৯- ওয়াসকুরনি আহমেদ- ২০০৫
৮/৮৬- শফিউদ্দিন আহমেদ- ২০০২