হাফ সেঞ্চুরি করে ফিরলেন সৌম্য, বড় ইনিংসের পথে শান্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ইমার্জিং দলঃ ২৪৬/১০ (৫০ ওভার)
(জাফর ১০৫, গুপ্ত ৪০, জুয়েল ৩৭; সুমন ৪/৬৪)
বাংলাদেশ ইমার্জিং দলঃ ১৬৪/২ (২৫ ওভার)
(সৌম্য ৭৭, নাঈম ১৪, শান্ত ৬৪*, ইয়াসির ৩*)

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ইমার্জিং এশিয়া কাপের খেলায় বাংলাদেশের বিপক্ষে আরমান জাফরের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের পেসার সুমন খান এ দিন নিয়েছেন চার উইকেট। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ।
ভিত গড়ে দিয়ে ফিরলেন সৌম্য, শান্তর হাফ সেঞ্চুরিঃ
ওপেনার সৌম্য সরকার ৬৮ বলে ৭৭ রান করে আউট হয়েছেন সিদ্ধার্থ দেশাইয়ের শিকার হয়ে। এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় এবং ৮টি চারে। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন ইয়াসির আলী। শান্তও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
আশা জাগিয়ে ফিরলেন নাঈমঃ
নয় বলে দুটি চার ও একটি ছক্কায় ১৪ রান করে সৌরভ দুবের বলে ফিরে গিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখর
প্রথম ইনিংসের বিবরণঃ
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক বিআর শরতকে ১২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
এরপর সানভির সিং কে (২৬) ফেরান সৌম্য সরকার। ওপেনার আরিয়ান জুয়েল অবশ্য লড়াই করে যান। যদিও মেহেদী হাসানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেননি তিনি। ফিরে যান ৩৭ রানে।
তারপর জশ রাঠোরকে শূন্য রানে বিদায় করেন পেসার সুমন খান। এরপর ১২৫ রানের জুটি গড়েন আরমান জাফর ও ভিনায়েক গুপ্ত। ৪০ রানে গুপ্তকে থামিয়েছেন সৌম্য সরকার।
অপরপ্রান্তে সেঞ্চুরি তুলে নেন আরমান জাফর। আটটি ছক্কা ও তিনটি চারে ১০৫ রান করে সুমন খানের শিকারে পরিণত হন তিনি। শেষপর্যন্ত ভারত অলআউট হয় ২৪৬ রানে।
সুমন খানের চার উইকেট ছাড়াও তানভির ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন।