দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইমরুল-সাদমান

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের করা ১৫০ রানের জবাবে ছয় উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। ফলে বাংলাদেশের সামনে ভারতের লিড ৩৪৩ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইমরুল-সাদমানঃ
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে ব্যাটিং করার সময় উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল। ৬ রান করেন সাদমানও। তাঁকে বোল্ড করেন ইশান্ত।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১৫০/১০ (৫৮.৩ ওভার)
(মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)

ভারত প্রথম ইনিংসঃ ৪৯৩/৬ (১১৪ ওভার) (ইনিংস ঘোষণা)
(আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬, জাদেজা ৫৯*, পূজারা ৫৪; রাহি ৪/১০৭)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ১৮/২ (৭.৪ ওভার)
(মুমিনুল ৬*)
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।