promotional_ad

পুরান সাধারণ ভুল করেছেঃ ব্রাভো

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া নিকোলাস পুরানের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তরুণ এই ক্রিকেটারের কর্মকাণ্ডকে সাধারণ ভুল হিসেবে দেখছেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন এই কাণ্ড ঘটিয়েছেন পুরান। ভিডিও ফুটেজে দেখা যায়, বলের উপরিভাগ বিকৃত করার চেষ্টা করছেন তিনি। এই ঘটনার পর তাঁকে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়।



promotional_ad

নিষিদ্ধ হওয়ার পর কৃতকর্মের জন্য সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এমন কাজের জন্য কাউকে অনুপ্রাণিত করবেন না পুরান, বিশ্বাস রয়েছে ব্রাভোর।


ক্যারিবিয়ান সাবেক অধিনায়কের ভাষায়, 'পুরানের ১৭ বছর বয়স থেকে তাঁকে আমি চিনি। সে এই ধরনের ক্রিকেটারই না। হ্যাঁ, বল টেম্পারিং হয়েছে, প্রমাণও আছে। কিন্তু সে মন থেকে প্রতারণা করার মতো কিছু করেনি। এটি তাঁর পক্ষ থেকে নির্বোধ ভুল ছিল।'


'সে তা মেনে নিয়েছে। কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। সে কাউকে এমন কাজ করতে অনুপ্রাণিত করবে না। এটি সাধারণ একটি ভুল ছিল এবং সে মেনে নিয়েছে নিজের ভুল। কিন্তু সে ওই ধরনের ক্রিকেটার থেকে অনেক দূরে।' যোগ করেন তিনি।



আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না পুরান। এরপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিও খেলা হবে না তরুণ এই বিধ্বংসী ব্যাটসম্যানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball