promotional_ad

প্রথমবার টেস্ট স্কোয়াডে লকি ফার্গুসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আসন্ন এই দুই সিরিজের দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন ২৮ বছর বয়সী এই পেসার।


সীমিত ওভারের ফরম্যাটে নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটার ফার্গুসন। ২০১৯ সালের বিশ্বকাপে দলের হয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন তিনি। টুর্নামেন্টে ২১ উইকেট নেন ফার্গুসন।



promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটেও অসাধারণ বোলিং করছেন তিনি। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ফার্গুসনের নামের পাশে রয়েছে ১৫৩ উইকেট। নির্বাচকদের দুয়ারে বেশ কিছু দিন ধরেই কড়া নাড়ছেন তিনি, জানিয়েছেন কিউই নির্বাচক গ্যাভিন লারসেন।


তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে লকি দরজায় কড়া নাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তাকে টেস্ট দলের আওতায় আনতে পেরে সন্তুষ্ট।'


আসন্ন এই সিরিজ দিয়ে দলে ফিরবেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। লেগ স্পিনার টড অ্যাস্টেলকে এই স্কোয়াডে রাখা হয়েছে। ফার্গুসন এবং অ্যাস্টেলের অন্তর্ভুক্তিতে গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই ফিঙ্গার স্পিনার উইল সমারভিলে এবং এজাজ পেটেল।



আগামী ২১ এবং ২৯ নভেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে কেন উইলিয়ামসনের দল।


নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball