দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৭৪/৫ (২০ ওভার) (আইয়ার ৬২, রাহুল ৫২, ধাওয়ান ১৯; সৌম্য ২/২৯, শফিউল ২/৩২)
বাংলাদেশঃ ১২/২ (৩ ওভার)
শ্রেয়াশ আইয়ার এবং লোকেশ রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
শুরুতেই ফিরলেন লিটন-সৌম্যঃ

দীপক চাহারের বলে ব্যক্তিগত ৯ রানে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন লিটন দাস। এর ফলে ১২ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। তিন নম্বরে ব্যাট করতে এসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন সৌম্য সরকার।
প্রথম ইনিংস বিবরণঃ
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিংয়ে নেমে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের ওপর চড়াও হন বাংলাদেশের বোলাররা।
শুরু থেকে তাদের হাত খুলে খেলতে দেননি শফিউল ইসলাম-আল আমিন হোসেনরা।২ রান করা রোহিত শর্মাকে বোল্ড করে ফেরান শফিউল ইসলাম। শফিউলের করা অফ স্টাম্পের বলের লাইন মিস করে বোল্ড হয়েছে ভারতের এই অধিনায়ক।
নিজের প্রথম ওভারে কোনো রানই দেননি এই পেসার। উইকেট পেতে পারতেন আরেকটি। তবে বিপ্লবের ভুলে তা হয়নি। লেংথ বল ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। জায়গায় দাঁড়িয়ে শট খেলে শ্রেয়াস সেটিই তুলে দিয়েছিলেন পয়েন্টে।
সেই ক্যাচই নিতে পারেননি বিপ্লব। এরপর আবার বোলিং করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা ধাওয়ানকে ব্যক্তিগত ১৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানান শফিউল।
ধাওয়ান ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন রাহুল। তিনি ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। হাফ সেঞ্চুরির পরই তাঁকে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন আল আমিন হোসেন।
ধাওয়ানের ফেরার পর বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন আইয়ার। তিনি সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন আফিফ হোসেনের ওপর।ভারতের ইনিংসের ১৫তম ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন আফিফ।
তাঁর প্রথম তিন বলেই ছক্কা হাঁকান আইয়ার। সেই ওভারেই ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলেন নেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারে আফিফ খরচ করেন ২০ রান।
৬ রান করা পান্তকে আউট করেন সৌম্য সরকার। আইয়ার ৬২ রান করে সৌম্যর দ্বিতীয় শিকার হয়েছেন। এরপর মনিষ পান্ডে (২২) এবং শিভব দুবে (৯) অপরাজিত থেকে ভারতকে ১৭৪ রানের সংগ্রহ এনে দেন।