কোহলি-রোহিতদের কাতারে তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলা ওয়ানডে ম্যাচগুলোতে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় তামিম ইকবালের। এই তালিকার শীর্ষভাগে আছেন ভিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যানরা।
এই সময় খেলা ওয়ানডে ম্যাচগুলোতে তামিম ইকবাল করেছেন ৫৯.০৫ গড়ে ২৪২১ রান। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলা ওয়ানডে ম্যাচগুলোতে সবচেয়ে বেশি গড়ের তালিকায় তিনি আছেন পাঁচ নম্বরে।

সোমবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ২১ রান করে অ্যাশলে নার্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন তামিম। ফেরার আগে এই তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি।
আলোচ্য সময়ে ভারতীয় অধিনায়ক ৭৮.২৯ গড়ে করেছেন ৪৩০৬ রান। তালিকার একদম শীর্ষে আছেন তিনি। ৬৮.৮৫ গড়ে ২৮৯২ রান করেছেন কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর।
তালিকায় দ্বিতীয় স্থান তাঁর। এই সময়ে ৩৭৯০ রান করেছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। ভারতের এই ওপেনারের গড় ৬১.১২।
তাঁর চাইতে কিছুটা কম গড় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৬০.৩৬ গড় নিয়ে এই সময়ের মধ্যে ডু প্লেসিস করেছেন ২৭৭৭ রান।