মুস্তাফিজের শিকার চেজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ৮৯/৩ (২০ ওভার)
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিং করছে উইন্ডিজ।
মুস্তাফিজের শিকার চেজঃ
১৯ রান করা রস্টন চেজকে শর্টে মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে আউট করেছেন মুস্তাফিজ।
ব্রাভোকে ফেরালেন মিরাজঃ

এরপর বোলিংয়ে এসে ৬ রান করা ব্রাভোকে লেগ বিফোরের শিকার বানিয়ে আউট করেছেন মিরাজ।
ক্যাচ ছাড়লেন মিরাজঃ
মাশরাফির করা দশম ওভারের চতুর্থ বলে শর্টে ড্যারেন ব্রাভোর সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ।
উইন্ডিজের দলীয় অর্ধশতকঃ
৯.১ ওভারে উইন্ডিজের দলীয় অর্ধশতক পূরণ হয়।
সৌম্যর দুর্দান্ত ক্যাচে ফিরলেন অ্যামব্রিসঃ
২৩ রান করা অ্যামব্রিস মাশরাফির বলে স্লিপে সৌম্যর দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন।
উইন্ডিজের দারুণ শুরুঃ
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই ক্যারিবিয়ান ওপেনার শেই হোপ ও সুনীল অ্যামব্রিস। এই দুজনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় উইন্ডিজ।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেল্ডন কর্টরেল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রেইমন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রস্টন চেজ এবং জোনাথন কার্টার।