বৃষ্টির বাঁধায় ওয়েলিংটন টেস্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে এখনও টস সম্পন্ন হয় নি ম্যাচে।
এর আগে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে স্বাগতিকদের কাছে পরাজিত হওয়ায় দ্বিতীয় ম্যাচটি সিরিজে ফেরার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে টাইগারদের কাছে।

এখন পর্যন্ত বেসিন রিজার্ভের এই মাঠে মোট তিনবার কিউইদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই তাদের পরাজিত হয়েছে বড় ব্যবধানে। সুতরাং এবার সেই পরিসংখ্যান পাল্টানোর মিশনে নামতে যাচ্ছে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।