গাজি গ্রুপে কাশ্মীরি ক্রিকেটার রাসূল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের তারকা ক্রিকেটার পারভেজ রাসূল। আসন্ন মৌসুমে গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলবেন তিনি।
২০১৭ সালের ডিপিএলেও গাজি গ্রুপের হয়ে খেলেছিলেন রাসূল। সেবার ১১ ম্যাচে ৪৮ গড়ে ২৯০ রান করেছিলেন তিনি।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এই অলরাউন্ডার। ২০১৭ সালে ৩.৯৭ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি।
ভারতের জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে এবং ১টি টি-টুয়েন্টি খেলেছেন জম্মু কাশ্মীরের এই ক্রিকেটার। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর।
আইপিএলে জম্মু কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে সাহারা পুনে ওয়ারির্সের হয়ে মাঠে নেমেছিলেন রাসূল। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
গাজী গ্রুপ ক্রিকেটার্স স্কোয়াডঃ
রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রাসূল।