promotional_ad

সুযোগ তৈরি করতে সক্ষম হবে এবাদত, রাহিরাঃ লাথাম 

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হ্যামিল্টনে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিল বাংলাদেশ দলের বোলিং লাইনআপ। উইকেটের নিষ্প্রাণ আচরণ ছিল এর প্রধান কারণ। ভালো লেন্থের বলও অনায়াসে খেলে গেছেন কিউই ব্যাটসম্যানরা। কিন্তু ওয়েলিংটনের উইকেটে টাইগার বোলারদের এই লাইন লেন্থের বলই সুযোগ তৈরি করবে, ধারণা বাঁহাতি ওপেনার টম লাথামের। 


ইনিংসের শুরু থেকেই ওপেনার টম লাথাম এবং জিত রাভাল টাইগার পেসারদের মোকাবেলা করে গেছেন কোন ঝুঁকি ছাড়াই। তেমন কোন সুযোগ তৈরি করতে পারেননি আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, খালেদ আহমেদরা। উদ্বোধনী জুটিতেই ২৫৪ রান যোগ করেছিলেন এই দুই ওপেনার।



promotional_ad

প্রথম ইনিংসে তাঁরা টাইগারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে স্কোরবোর্ডে তুলেছিলেন ৭০০'র উপর রান। দ্বিতীয় টেস্টের উইকেট থেকে বাংলাদেশের পেসাররা সুবিধা নিতে পারবেন। চাপে থাকা রাহি-খালেদরা যদি লাইন লেন্থ ঠিক রেখে বল করেন তাহলেই পেতে পারেন সাফল্য। লাথাম জানান, 


'হ্যামিল্টনের চেয়ে ওয়েলিংটনের উইকেট থেকে বোলাররা একটু বেশী সুবিধা পাবে। বাংলাদেশি পেসাররা হ্যামিল্টনে যে লাইন লেন্থে বোলিং করেছিল এভাবেই যদি এখানে বোলিং করে তাহলে সুযোগ তৈরি করতে সক্ষম হবে।'


এদিকে বেসিন রিজার্ভের এই মাঠে বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লাথাম। এই মাঠে খেলতে উপভোগ করেন জানিয়ে বাঁহাতি এই ওপেনার আরও জানান,



'আমি বেসিন রিজার্ভে খেলতে অনেক উপভোগ করি, এই মাঠে আমার অনেক ভালো স্মৃতি আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball