promotional_ad

ওয়েলিংটনে বাংলাদেশ একাদশে চার পেসার?

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়েলিংটন টেস্টেও ইনজুরির কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের, শঙ্কা রয়েছে তামিম ইকবালকে নিয়েও। তাই সব মিলিয়ে একাদশ সাজাতে গিয়ে টিম ম্যানেজমেন্টকে বাড়তি চিন্তা করতে হচ্ছে। ব্যাটিংয়ে ইনজুরি সমস্যা থাকলেও এই টেস্টে বাংলাদেশের একাদশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। তাই সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাওয়া টাইগারদের দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন যে আসছে তা অনেকখানি নিশ্চিত।


এদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশাবাদী, দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তামিম। যেকারণে ওপেনিং জুটিতে সাদমান ইসলাম অনিকের সাথে থাকবেন তামিম ইকবালই। এই দুজনের হাত ধরে হ্যামিল্টনে দুই ইনিংসেই শুভ সূচনা পেয়েছিল টাইগাররা।


হ্যামিল্টনে দুই ইনিংসেই বড় কিছু করতে পারেন নি মমিনুল হক। তাই ওয়েলিংটনে তাঁর ব্যাটের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ দল। গেল টেস্টে চার নম্বরে ব্যর্থ হওয়া মোহাম্মদ মিঠুন এই টেস্টে আরও একটি সুযোগ পাচ্ছেন। কারণ ইনজুরিতে থাকা মুশফিকুর রহিমের তৃতীয় টেস্টের আগে ফেরা হচ্ছে না। ম্যাচের আগের দিন অধিনায়ক রিয়াদ তামিম এবং মুশফিককে নিয়ে বলেছেন, 


'আমাদের পরিকল্পনা কি সেটি হয়তো বলা ঠিক হবে না। কারণ ইনজুরি তো খেলারই একটি অংশ। সেটি হয়ে গেলে তো আসলে করার কিছু থাকে না, তবে আমি আশাবাদী তামিমের ব্যাপারে। তাঁর হয়তো হালকা নিগল আছে, তবে আশা করি সেটি ঠিক হয়ে যাবে। আর সে ব্যাটিং করবে এবং কন্ডিশনটি আশা করি ভালোই থাকবে। ও ব্যাটিং করলে বোঝা যাবে কতটা কমফোর্টেবল। তবে আমি আশাবাদী যে ও খেলবে।' 



promotional_ad

'আর মুশিকে হয়তোবা এই ম্যাচটিতে পাচ্ছি না। তবে তৃতীয় টেস্টে অবশ্যই তাঁকে পাবো। যদিও সে আজকে আবার ব্যাটিং অনুশীলন করবে। যেহেতু হাতের ব্যাথাটা এখনও আছে, সুতরাং রাবার বল, টেনিস বল দিয়ে সে নেটে ব্যাটিং করবে। এরপর আমরা জানতে পারবো যে ব্যাথাটা কতটুকু। তবে সম্ভবত আমরা মুশিকে পাচ্ছি না। আশা করছি তৃতীয় টেস্টে তাঁকে পাবো।'


পাঁচ নম্বরে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন যথারীতি পাঁচ নম্বর পজিশনে। হ্যামিল্টনে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান সৌম্য সরকার ছয় নম্বর পজিশনে নেমে নিজের সহজাত খেলাটাই উপহার দেয়ার চেষ্টা করবেন।  


প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়া উইকেট রক্ষক লিটন দাস ব্যাট হাতে নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ পাচ্ছেন এই টেস্টে। হ্যামিল্টনে ২০০'র উপর রান দিলেও একমাত্র স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজ একাদশে জায়গা ধরে রাখতে পারেন।


কিন্তু মিরাজের থাকাটা নির্ভর করবে অনেকখানি উইকেটের উপর। কারণ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশা করছেন উইকেট থেকে স্পিন এবং পেস দুটিই থাকবে। কিন্তু চার পেসার নিয়ে মাঠে নামলে কপাল পুড়বে এই তরুণের। 


'উইকেটটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবেন যে গতবারও (প্রথম টেস্টে) কিন্তু শুরুর দিকে এমন সবুজ উইকেট ছিলো। তবে প্রথম দিন ব্যাটসম্যানদের জন্য কিছুটা সমস্যা হবে।



'অনেক কঠিন চ্যালেঞ্জ থাকবে, সিম থাকবে, স্পিন থাকবে। তবে আমার কাছে মনে হয় দিন যত গড়াবে এটি আরও ভালো উইকেট হবে এবং ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যাবে। সুতরাং প্রথম দিন এবং প্রথম সেশনটি অনেক গুরুত্বপূর্ণ।' 


চার পেসার নিয়ে একাদশ সাজালে আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, এবাদত হোসেনের সঙ্গে বোলিংয়ের শক্তি বাড়াতে একাদশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। তখন পঞ্চম বোলার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে বল হাতে দায়িত্ব পালন করতে হবে।


বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ সাদমান ইসলাম, তামিম ইকবাল, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদি হাসান মিরাজ/এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball