promotional_ad

তামিমের খেলার ব্যাপারে আশাবাদী রিয়াদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ওয়েলিংটন টেস্টের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ইনজুরি সমস্যা দুশ্চিন্তায় রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না ইনজুরির কারণে। একই সাথে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তামিম ইকবালেরও হালকা ইনজুরি সমস্যা রয়েছে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য আশাবাদী ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন তামিম।


ইনজুরিকে খেলার অংশ হিসেবেই দেখছেন রিয়াদ। পায়ে হালকা চোট থাকলেও বৃহস্পতিবার অনুশীলন শেষে তামিমের চোট সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যাবে বলে জানান এই দলপতি। রিয়াদ বলেন,



promotional_ad

'আমাদের পরিকল্পনা কি সেটি হয়তো বলা ঠিক হবে না। কারণ ইনজুরি তো খেলারই একটি অংশ। সেটি হয়ে গেলে তো আসলে করার কিছু থাকে না, তবে আমি আশাবাদী তামিমের ব্যাপারে।


'তাঁর হয়তো হালকা নিগল আছে, তবে আশা করি সেটি ঠিক হয়ে যাবে। আর সে ব্যাটিং করবে এবং কন্ডিশনটি আশা করি ভালোই থাকবে। ও ব্যাটিং করলে বোঝা যাবে কতটা কমফোর্টেবল। তবে আমি আশাবাদী যে ও খেলবে।


বুধবার নেটে বেশীক্ষণ অনুশীলন করেন নি তামিম। দলের কোচ স্টিভ রোডস অবশ্য জানিয়েছিলেন দ্বিতীয় টেস্টে তামিমকে পাওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তাঁরা।
হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তামিম। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। পরের ইনিংসে শতক না হাঁকালেও পেয়েছিলেন ফিফটি। তাই ফর্মে থাকা তামিম দ্বিতীয় টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য।



বৃহস্পতিবার ভোরে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball