বাংলাদেশকে সতর্ক করলেন বোল্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটন টেস্টের আগে নিউজিল্যান্ডের পেসার নিল ওয়েগনারকে নিয়ে বাংলাদেশ দলকে সতর্কবার্তা দিয়েছেন কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের ব্যাটসম্যানদের শর্ট বোলিং দিয়ে বিপদে ফেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ওয়েগনার।
ওয়েগনারের শর্ট বলের বিপক্ষে তৈরি হয়েই মাঠে নামবে টাইগার ব্যাটসম্যানরা, জানেন বোল্ট। তবে পরিস্থিতি অনুযায়ী শর্ট বলের পরিকল্পনা খুবই কার্যকারী এবং ওয়েগনার সেই কাজ খুব নিখুঁতভাবে করতে পারেন বলেও জানান বোল্ট। বোল্টের ভাষায়,

‘আমি নিশ্চিত তারা ওয়েগনারের শর্ট বলের জন্য তৈরি হয়েই আসবে। আমার মতে শর্ট বলের পরিকল্পনাটা খুবই কার্যকর, বিশেষ করে যখন উইকেটে কিছুই থাকে না, বল সুইং হয় না।
'আমাদের শর্ট বল স্পেশালিস্ট ওয়েগনার আছে, যে কিনা নিজের পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করতে পারে। আশা করছি দ্বিতীয় ম্যাচেও সে তাই করবে।’
এদিকে হ্যামিল্টন টেস্টে জিতলেও এখনও কিউইদের অনেক উন্নতির জায়গা রয়েছে বলে বিশ্বাস করেন বোল্ট। শুরু থেকেই বাংলাদেশের টপ অর্ডারকে চাপে ফেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। তিনি আরও বলেন,
‘হ্যামিল্টনে আমরা ভালো করেছি ঠিকই, তবে এখনো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি প্রয়োজন। আমরা চাইবো বল হাতে আরও ভালো শুরু করতে এবং শুরু থেকেই তাদের টপঅর্ডারে চাপ দিয়ে উইকেট তুলে নিতে।
'আমার মনে হয় যেহেতু তারা হ্যামিল্টনে প্রায় ৭০০ রান (দুই ইনিংসে) করেছে, এতে তাদের মধ্যে সাহস সঞ্চার হয়েছে। আমরা এর বিপক্ষে লড়তে প্রস্তুত।’