অনিশ্চয়তা কাটেনি মুশফিককে নিয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হ্যামিল্টনের পর ওয়েলিংটন টেস্টেও মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। পাজরের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেন নি তিনি। শেষ টেস্টের আগে তাঁর মাঠে ফেরা অনেকটাই অনিশ্চিত।
বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বিতীয় টেস্টে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ টেস্টে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।

ইনজুরি থেকে সেরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুশফিক। বুধবার কোচের সঙ্গে আলাদা ভাবে নেটে অনুশীলন চালিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। রোডস বলেন,
'মুশফিকের পরিস্থিতিতে হচ্ছে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে দ্রুত ফিট করে তুলতে। আজকে সে নেটে প্রথম অনুশীলন করেছে। টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে অনুশীলন করেছে। কিন্তু যখন ক্রিকেট বলে সে অনুশীলন করছিল তখন সে ব্যথা অনুভব করছিল লিগামেন্টে।
'এর মানে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। এক রাতে সেরে ওঠা সম্ভব নয় আসলে। তাঁকে সময় দিচ্ছি আমরা সেরে ওঠার জন্য। ভালো খবর এটাই যে তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া যেতে পারে। আশা করছি সে ফিট হয়ে উঠবে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পান মুশফিক। যদিও এটি তাঁর পুরনো ইনজুরি। গেল বছর এশিয়া কাপ খেলার সময় পাজরে এই চোট পেয়েছিলেন তিনি।