promotional_ad

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিম-সৌম্যদের বড় লাফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের তিন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং সৌম্য সরকার। সৌম্য এবং রিয়াদ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকালেও প্রথম ইনিংসে শতক এবং দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকান তামিম।


চোটের কারণে দুটি টেস্ট সিরিজ বাইরে থাকার পর হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রানের ইনিংসের সুবাদে ১১ ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার উঠেছেন পঁচিশে। ২৫য়ে ওঠার পাশাপাশি তামিম পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।


র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমই। চোটের কারণে খেলতে না পারা সাকিবের বর্তমানে অবস্থান করছেন ২৮ নম্বরে।



promotional_ad

এদিকে ব্যাটিং বোলিং দুই বিভাগেই উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংসের সুবাদে রিয়াদ এগিয়েছেন ১২ ধাপ। ক্যারিয়ার সেরা ৪০তম অবস্থানে রয়েছেন তিনি।


বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ৬৩ নম্বরে। আর ১৪৯ রানের অনবদ্য ইনিংস খেলে ২৫ ধাপ এগিয়ে সৌম্য সরকারের অবস্থান এখন ৬৭ নম্বরে।


বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে ৯১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।


৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা উইলিয়ামসনের সামনে সুযোগ রয়েছে এই সিরিজেই ১ নম্বরে থাকা ভিরাট কোহলিকে পেছনের ফেলার। ৯২২ পয়েন্ট নিয়ে ১ নম্বরে অবস্থান করছেন ভারতের এই অধিনায়ক।



টেস্ট সিরিজে এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। তাই এই সিরিজ দিয়েই টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball