অবৈধ অ্যাকশনে অভিযুক্ত তিন বাংলাদেশী ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রশ্ন ওঠেছে বাংলাদেশের তিন নারী ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে। কক্সবাজারে চলমান ১০ম প্রমিলা জাতীয় ক্রিকেট লীগ চলাকালীন তাঁদের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের।
তিন ক্রিকেটার হলেন আয়েশা রহমান, তাজিয়া আক্তার এবং সুবর্ণা ইসলাম। এই তিন ক্রিকেটারের প্রশ্নবিদ্ধ অ্যাকশনের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।

দ্রুতই এই তিনজনকে কক্সবাজার থেকে ঢাকায় পাঠানো হবে বলে জানান ফাহিম। এখানে বিসিবির বোলিং অ্যাকশন কমিটির অধীনে পরীক্ষা দিবেন তাঁরা। ফাহিম বলেন,
'চলমান প্রমিলা জাতীয় ক্রিকেট লীগে তিন জন ক্রিকেটারের অ্যাকশন নিয়ে সন্দেহ হয়েছে। ইতিমধ্যে তাঁদের ব্যাপারে বিসিবিকে জানানো হয়েছে।
'দ্রুতই তাঁরা ঢাকায় ফিরবেন এবং বিসিবির বোলিং অ্যাকশন কমিটির অধীনে পরীক্ষা দিবেন। পরীক্ষার ফলাফল ফেলে আমরা সিদ্ধান্ত নিবো তাঁদের ব্যাপারে।'
চলতি জাতীয় ক্রিকেট লীগে খুলনা ডিভিশনের হয়ে খেলছেন আয়েশা এবং তাজিয়া আক্তার আর খুলনা ডিভিশনের হয়ে খেলছেন সুবর্ণা ইসলাম।