ব্যস্ততার কারণে জাতীয় দলের দায়িত্বে নেই সুজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাওয়া হয় নি খালেদ মাহমুদ সুজনের।দলের সঙ্গে না গেলেও ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর সঙ্গে ব্যস্ত আছেন তিনি। মূলত এসব ব্যস্ততার কারণেই চলতি নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যাওয়া হয় নি তাঁর।
বর্তমানে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইল্ট নিউজিল্যান্ড দলের ম্যামেজারের দায়িত্বে রয়েছেন। সুজন মনে করেন, ম্যানেজার হিসেবে দায়িত্বটা ভালো ভাবেই পালন করছেন তিনি।

দলকে অনেক উৎসাহ দিতে পারেন পাইলট। তাঁর অভিজ্ঞতা থেকে দলের ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে। সুজনের ভাষায়,
'কেন করবো না সেটা জানি না, সত্যি কথা বলতে গেলে আমি এখন ব্যস্ত আছি আমার অন্যান্য কাজ নিয়ে। ওই সময়টা নাই আমার সত্যি কথা বলতে গেলে। আমার তো কোনো পারমানেন্ট কিছু নাই বাংলাদেশ দলের সাথে। আমি তো ধরেন যখন দরকার হয় তখন যাই।
এখন দলের সাথে পাইলট আছে, আমি মনে করি সে খুব মটিভেটেড। সে দেশের সাবেক অধিনায়ক, ভালো মটিভেটর। আমার তো অন্য অনেক কাজ থাকে। আমি তো পারমানেন্ট না। আমি মনে করি যারাই করছে তাঁরা অভিজ্ঞ এবং ভালোই করছে। আমার থাকাটা ইম্পরট্যান্ট না।'
চলতি ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টি লীগে আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। টি-টুয়েন্টি টুর্নামেন্টে তাঁর দল ফাইনালে যেতে না পারলেও পঞ্চাশ ওভারের ডিপিএলে ভালো কিছুর আশা করছেন সুজন। তার অধীনেই গেলবার ডিপিএলে শিরোপা জিতেছিল আবাহনী।