promotional_ad

বোলারদের কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছিল বাংলাদেশঃ উইলিয়ামসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবি বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের ব্যাটিংয়ের সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তাঁর দলের বোলাররা। আগের দিন ৪ উইকেট তুলে নিলেও চতুর্থ দিন একদম নতুন নতুন ভাবে শুরু করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন টেস্ট ম্যাচ যেমন হওয়া উচিৎ তেমনই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে এই টেস্টে। 


উইলিয়ামসনের আগেই জানা ছিল যে চতুর্থ দিন তাঁর দলের বোলারদের সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। রিয়াদ এবং সৌম্যর সামনে তাঁদের কোন পরিকল্পনাই কাজে আসছিল না বলেও জানান তিনি।



promotional_ad

যেকারণে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন পরিকল্পনা থেকে সরে আসতে। দ্বিতীয় টেস্টে দুই দলের মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও আশাবাদী উইলিয়ামসন। তিনি বলেন,


'বোলাররা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল আজ। গতকাল বিকালে কয়েকটি উইকেট পড়েছিল তাই আমরা অনেক আশাবাদী ছিলাম। কিন্তু বাংলাদেশ আজ নতুন ভাবে নতুন উদ্যমে ব্যাটিং করতে নেমেছিল। 


'আমরা জানতাম দলের বোলারদের উপর অনেক চাপ পড়বে আজ। আমরা দীর্ঘ সময় পরিকল্পনায় অটল থাকার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত সফল না হয়ে পরিকল্পনা বদলেছি। আজকের লড়াইটা অনেক হাড্ডাহাড্ডির ছিল যেমনটা টেস্ট ম্যাচে হওয়া উচিৎ।



'ম্যাচে এগিয়ে থাকতে অবশ্যই ভালো লাগে কিন্তু আজকে সত্যি কঠিন লড়াই হয়েছে। এটাই আমরা টেস্ট ম্যাচ থেকে আশা করি। আর ওয়েলিংটনে আরও কঠিন হবে লড়াইটা।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball