পরিকল্পনায় সফল সৌম্য
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর দিন সৌম্য সরকারের পরিকল্পনা ছিল শুরুর দিকে উইকেটে টিকে থাকার। প্রথমে মানিয়ে নিয়ে পরবর্তীতে আগ্রাসী মনোভাবে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। উইকেটে টিকে থাকার লক্ষ্য স্থির করে মাঠে সফল হওয়ার পাশাপাশি প্রতিপক্ষের বোলারদেরকেও চিন্তায় ফেলেছিলেন।
সৌম্য জানতেন একটা ভালো বল তাঁর উইকেট নিয়ে নিতে পারে। তাই উইকেটে প্রথমে থিতু হয়েছেন পরবর্তীতে আক্রমণাত্মক মনোভাবে খেলে প্রতিপক্ষের পরিকল্পনা ওলট পালট করেছেন।
৯৪ বলে সেঞ্চুরি হাঁকানো সৌম্য অবশ্য শতক পূরণের পর সময় নিয়েছেন অনেক। ১৪৯ রানে সাজঘরে ফেরার সময় বল খেলেছিলেন ১৭১টি। তিনি বলেন,

'আমি শুধুই উইকেটে টিকে থাকার চেষ্টা করেছি। এক ভালো বল আমার উইকেট নিতে পারতো এবং এত রান করতে পারতাম না তাহলে।
'সেট হওয়ার পর চিন্তা করেছি একটু বাড়তি আক্রমণাত্মক হয়ে খেলার। যদিও প্রতি বলে মারা সম্ভব না, কিন্তু অন্তন তাঁদের পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়াতে পারি যেন।'
ক্রিজে সেট হওয়ার পর নিজের সামর্থ্য মোতাবেক খেলার চেষ্টা করেছেন সৌম্য। প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই স্কোরবোর্ডে রান যোগ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
'সেই মুহূর্তে উইকেটে টিকে থাকাই মূল লক্ষ্য ছিল আমার। এমন বোলিং লাইন আপের বিপক্ষে যদি তাড়াহুড়া করে ব্যাট করতাম তাহলে দলের উপর নেতিবাচক প্রভাব পড়তো আমার মনে হয়। তাই চেষ্টা করেছি উইকেট এবং ওদের বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেয়ার।
'যখন সেট হয়ে গিয়েছি তখন নিজের সামর্থ্য মোতাবেক ব্যাটিং করার চেষ্টা করেছি। আমরা অনেক রান পিছিয়ে ছিলাম আর দুই দিন হাতে ছিল এগুলোই মাথায় কাজ করছিল। রিয়াদ ভাই সঙ্গে ছিল, দারুণ সঙ্গ দিয়েছেন উনি। ধীরে ধীরে এগিয়েছি আরকি।'