promotional_ad

বোল্ট-সাউদিদের পরিকল্পনায় সৌম্যের বাঁধা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


হ্যামিল্টনে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং নিল ওয়েগনারদের পরিকল্পনায় বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্যাটসম্যান সৌম্য সরকার। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর দিন দলকে জেতাতে না পারলেও কিউই বোলারদের বড় ভুগিয়েছেন তিনি।


চতুর্থ দিন সকালে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৯৪ বলে সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি কিউই বোলারদের সব পরিকল্পনা ওলট পালট করে দিয়েছিলেন সৌম্য। রিয়াদের সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি, বাঁচিয়েছেন বাংলাদেশের মান। 



promotional_ad

১৪৯ রান করে সাজঘরে ফেরা সৌম্যর ভুমিকাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। খুব ভালো ভাবেই নিজের দায়িত্ব বুঝে খেলে অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। রিয়াদ বলেন,


'ওই সময়টাতে সৌম্যর ভুমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সে অনেক ছন্দে ব্যাটিং করছিল এবং ঝুকি নিয়েই খেলছিল। 


'ধরেণ একজন বোলার ভালো বাউন্সার মারছে বা লাইন লেন্থে বোলিং করছে সে সময় ওভারে যদি ২-১টি বাউন্ডারি হাঁকাতে পারেন তাহলে বোলার সে সময় বিপাকে পড়ে যায়। সেই কাজটা সৌম্য খুব ভালো ভাবে করছিল।' 



৯৪ বলে সেঞ্চুরি হাঁকানো সৌম্য এদিন ১৭১ বলে খেলেছেন ১৪৯ রানের ইনিংস। যেখানে ৫টি ছক্কা এবং ২১টি চার হাঁকিয়েছেন তিনি। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও দিন শেষে ইনিংস এবং ৫২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball