সহজাত ব্যাটিংয়ে অধিনায়কের প্রশংসায় জিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৬৫ রানে ৫ উইকেট হারানোর পর জিয়াউর রহমানের ২৯ বলে বিধ্বংসী ৭২ রানের উপর ভর করে ৫ উইকেটের জয়ে ডিপিএল টি-টুয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল। দুর্দান্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন জিয়া, যার ফলে কুড়িয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রশংসা।
ফাইনাল নিশ্চিতের ম্যাচে লক্ষ্যটা বড় ছিল শেখ জামালের। শুরুতে ৫ উইকেট হারানোর পর দল চাপে থাকলেও সেখান থেকে সহজাত (বিধ্বংসী) ব্যাটিং করে দলকে জিতিয়েছেন জিয়াউর।

জিয়ার পাশাপাশি নুরুল হাসান সোহানও ব্যাট হাতে দলের পক্ষে অবদান রেখেছেন। জিয়ার সাথে ৫২ বলে ১১৭ রানের জুটি গড়ে দলকে জেতাতে সাহায্য করেছেন। সোহান জানান,
'শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিলাম, সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল কারণ লক্ষ্যটা অনেক বড় ছিল। আলহামদুলিল্লাহ জিয়া ভাই অসাধারণ ব্যাটিং করেছে এবং ম্যাচ শেষ করেছেন।'
এদিকে বোলিংয়ের সময় মাঝ পথে গিয়ে মমেন্টাম হারিয়ে ফেলেছিল শেখ জামাল। কিন্তু ব্যাটিংয়ের সময় তাঁদের আত্মবিশ্বাস ছিল ম্যাচ জেতার। সোহান আরও বলেন,
'আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু মাঝপথে মমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে ম্যাচ শেষ করতে পারবো। জিয়া ভাইকে ধন্যবাদ দিতেই হয় অসাধারণ ব্যাটিংয়ের জন্য এবং সহজাত ব্যাটিং করে খেলা শেষ করেছে।'