promotional_ad

জিয়ার তান্ডবে ফাইনালে শেখ জামাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টি লীগের প্রথম সেমিফাইনালে মিরপুরের হোম অফ ক্রিকেটে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিয়াউর রহমানের ২৯ বলে বিধ্বংসী ৭২ এবং নুরুল হাসান সোহানের ৩১ বলে ৪১ রানের উপর ভর করে ১৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় শেখ জামাল। 


১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি শেখ জামালের। ইনিংসের চতুর্থ ওভারে রান আউটের ফাঁদে পড়েন ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না। 


খানিক পর আরেক ওপেনার ফারদিন হাসান অনিকে সাজঘরে ফিরিয়ে দেন সোহরাওয়ার্দী শুভ। পাওয়ার প্লে'তে ২ উইকেট হারালেও নাসির এবং হাসানুজ্জামানের ব্যাটে আগাতে থাকে শেখ জামাল। 


কিন্তু সপ্তম ওভারে শুভকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন নাসির। এর পর দলীয় ৬৫ রানের মধ্যে সাজঘরে ফেরেন হাসানুজ্জামান এবং তানবির হায়দার। ৫ উইকেট হারালেও জিয়াউর রহমান এবং নুরুল হাসান সোহানের ব্যাটে এগুতে থাকে শেখ জামাল। 



promotional_ad

ক্রিজে নেমে মূলত শাইনপুকুরের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন জিয়াউর রহমান। শাইনপুকুরের বোলারদের বেধড়ক পিটিয়ে ২১ বলে ৫০ তুলে নেন জিয়া। 


ক্রিজে থেকে তাঁকে দারুণ সঙ্গ দেন সোহান। দুজন মিলে দারুণ ব্যাট করে ৫২ বলে ১১৭ রানের জুটি গড়ে শেখ জামালের ফাইনাল নিশ্চিত করেন। ১৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় দলটি। 


এর আগে প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের ৬৫ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় শাইনপুকুর। সালাউদ্দিন শাকিল ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোরঃ


শাইনপুকুরঃ ১৮১/১ (১০ ওভার)



(আফিফ ৬৫, সাব্বির ৪৭)


শেখ জামালঃ 


১৮২/৫ (১৭.৪ ওভার)


(সোহান ৪৩*, জিয়াউর ৭২*) (শুভ ২/৩১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball