বিপিএলের জন্যই অপেক্ষায় ছিলাম- আশরাফুল

ছবি: মোহাম্মদ আশরাফুল, সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরফুলের। এবারের বিপিএলে চিটাগাং ভাইকিংসের জার্সিতে খেলবেন তিনি।
এর আগে বেশ কিছু সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল জানিয়েছিলেন বিপিএলে ফেরার লক্ষ্য নিয়েই নিজেকে ফিট রাখছেন তিনি। এবার তাঁর সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই প্রাপ্তির আনন্দে বেশ আপ্লুত দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

বিপিএলের ড্রাফট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন চিটাগাংয়ের মত একটি দলে সুযোগ পাওয়ায় পারফর্ম করা সহজ হবে তাঁর পক্ষে। এই প্রসঙ্গে আশরাফুল বলেছেন,
'আমি এমন একটি দলেই সুযোগ পেতে চেয়েছিলাম যেখানে পারফর্ম করতে পারব। তাই চিটাগাংয়ে সুযোগ পাওয়ায় আমি খুশি। '
বিপিএলে মতো টুর্নামেন্টে খেলতে পারলে পুরো ক্রিকেট বিশ্বেই নিজের সুনাম ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করেন আশরাফুল। আর সেই কারণে এখানে খেলতে বেশ মুখিয়েই আছেন তিনি। বলেছেন,
'বিপিএলের জন্যই আমি অপেক্ষা করছিলাম। অপেক্ষায় ছিলাম এমন একটি মঞ্চে খেলার জন্য যেখানে পারফর্ম করলে গোটা বিশ্ব জানতে পারবে।'
উল্লেখ্য, ২০১৩ সালের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত হয়ে নিষিদ্ধ হওয়ার আগে দুটি আসরে খেলেছিলেন আশরাফুল। আর এই দুবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন তিনি। সেই দুই আসরে মোট ২৪ ইনিংসে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২৯.৩৩ গড়ে ৬৬১ রান। যেখানে তাঁর স্ট্রাইকরেট একশ'এর উপরে।