promotional_ad

আফিফের খরুচে বোলিং, আইয়ারের ব্যাটে ঝড়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ১২৯/৩ (১৫ ওভার)


(আইয়ার ৫০*, পান্ত ৫*)


ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।


আইয়ারের ব্যাটে ঝড়ঃ


ভারতের ইনিংসের ১৫তম ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন আফিফ হোসেন। তাঁর প্রথম তিন বলেই ছক্কা হাঁকান শ্রেয়াশ আইয়ার। সেই ওভারেই ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলেন নেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারে আফিফ খরচ করেন ২০ রান।



promotional_ad

হাফ সেঞ্চুরির পর ফিরলেন রাহুলঃ


ধাওয়ান ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন রাহুল। তিনি ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। হাফ সেঞ্চুরির পরই তাঁকে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন আল আমিন হোসেন।


শফিউলের দ্বিতীয় শিকার ধাওয়ানঃ


রোহিতের বিদায়ের পর ভারতের ইনিংস গড়ার চেষ্টা করেন ধাওয়ান এবং রাহুল। ভয়ঙ্কর হয়ে ওঠা ধাওয়ানকে ব্যক্তিগত ১৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন শফিউল।


শফিউলের শিকার রোহিতঃ


২ রান করা রোহিত শর্মাকে বোল্ড করে ফিরিয়েছেন শফিউল ইসলাম। শফিউলের করা অফ স্টাম্পের বলের লাইন মিস করে বোল্ড হয়েছে ভারতের এই অধিনায়ক। নিজের প্রথম ওভারে কোনো রানই দেননি এই পেসার।


টস এবং একাদশঃ



এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। ইনজুরির কারণে বাংলাদেশের একাদশ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন। তাঁর বদলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ক্রুনাল পান্ডিয়ার বদলে ভারতের একাদশে জায়গা পেয়েছেন মনিষ পান্ডে।


বাংলাদেশ একাদশঃ লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান/তাইজুল ইসলাম।  


ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম ডুবে, মনিষ পান্ডে , ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ, যুবেন্দ্র চাহাল। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball