ছিটকে গেলেন মোসাদ্দেক, একাদশে মিঠুন

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়ে???ন স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এরপরের ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং তান্ডবের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় তাদের। ৮ উইকেটের সেই পরাজয়ে সিরিজে ১-১ এ সমতা রয়েছে।
তাই শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপান্তরিত হয়েছে। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক ভারত।

এই ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নামছে। ইনজুরির কারণে বাংলাদেশের একাদশ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন। তাঁর বদলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন।
ক্রুনাল পান্ডিয়ার বদলে ভারতের একাদশে জায়গা পেয়েছেন মনিষ পান্ডে।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান/তাইজুল ইসলাম।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম ডুবে, মনিষ পান্ডে , ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ, যুবেন্দ্র চাহাল।