'শোয়েব ভাইয়ের অভিষেকের সময় আমাদের অনেকের জন্মও হয়নি'

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ খেলে ফেলেছেন শোয়েব মালিক। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার এই ম্যাচে ৭ রানের বেশি না করতে পারলেও তার দল রংপুর রাইডার্স জয় পেয়েছে ২ উইকেটের ব্যবধানে।
এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লে অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে মালিককে নিয়ে কথা বলেছেন রংপুরের অধিনায়ক সোহান। মালিকের মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে দারুণ আনন্দিত তারা।

সোহান বলেন, '৫০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমাদের টিমে অনেকেই আছে যখন শোয়েব ভাইয়ের অভিষেক হয়েছে তখন তাদের জন্মও হয়নি। অবশ্যই তার মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা আমাদের জন্য ভালো ব্যাপার। সবাই অনেক কিছু শিখছে।'
পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক
১৫ মে ২৫
কদিন পরেই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। এর ফলে প্লে অফে মালিককে পাবে না রংপুর। দলের অন্যতম সেরা এই ব্যাটারকে না পেলে কিছুটা হলেও ভুগতে হতে পারে দলটিকে। সোহান অবশ্য জানিয়েছেন মালিকের বদলি যেই আসবেন তাকে নিয়ে ইতিবাচক থাকবেন তারা।
মালিক না থাকলেও বিকল্প চিন্তা তৈরি রেখেছে রংপুর। এই বিষয়ে খোলাসা করে সোহান বলেছেন, 'যদি সে প্লে অফে না থাকে তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে। আমার মনে হয় বিদেশি যেই আসবে অবশ্যই ভালোকিছু করা সম্ভব।'
রংপুরের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করেছিল ঢাকা। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে রংপুর। অবশ্য সোহানের ৩৩ বলে ৬১ ও রনি তালুকদারের ৩৯ বলে ৩৪ রানে ৩ বল হাতে রেখে জয় পেয়েছে দলটি।