promotional_ad

নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন সরফরাজ, বিশ্বাস অশ্বিনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন আগে। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইশান কিশান ও সূর্যকুমার যাদব। যদিও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও টেস্ট দলে জায়গা হয়নি সরফরাজ খানের। 


রঞ্জি ট্রফির এবারের আসরে মুম্বাইয়ের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এই ডানহাতি ব্যাটার। গত মাসে দিল্লিতে ১২৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে হায়দরাবাদের বিপক্ষে এই মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সরফরাজ। তবুও জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য।


promotional_ad

এমন পারফরম্যান্সের পরও সরফরাজকে দলে জায়গা না দেয়ায় নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টানা দুই মৌসুমে নয়শোর বেশি রান করার পরও সরফরাজ হয়তো জাতীয় দলে কথা চিন্তা করছেন না বলে মনে করেন তিনি।


আরো পড়ুন

‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’

২৫ মে ২৫
সরফরাজ খান (বামে) ও সুনীল গাভাস্কার (ডানে)

অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, 'আমি সরফরাজ খানের মতো ব্যাটার সম্পর্কে কথা কোথা থেকে শুরু করবো। তাকে নির্বাচন করা উচিত নাকি উচিত না তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু সে দলে জায়গা পাওয়ার কথা চিন্তা করছে না। ২০১৯-২০ মৌসুমে সে ৯০০ রান করেছিল। এরপর ২০২০-২১ মোসুমেও ৯০০ রান করেছিল।'


তামিল নাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ১৬২ রানের ইনিংস খেলে মুম্বাইকে বিপদমুক্ত করেছিলেন সরফরাজ। সরফরাজ যখন ব্যাটিংয়ে নামেন মুম্বাইয়ের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৬১ রান। সরফরাজের ব্যাটে ভর করে তারা শেষ পর্যন্ত ৪৮১ রান করতে সক্ষম হয়েছিল। এরপর তারা ম্যাচও ড্র করেছি। নিজের পারফরম্যান্সে সরফরাজ নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন বলেও মনে করেন অশ্বিন।


তিনি বলেন, 'এই মৌসুমে সে প্রায় ৬০০ রান করেছে। এমন পারফরম্যান্সে সে নির্বাচকদের শক্ত বার্তা দিয়ে রেখেছে। গত তিন মৌসুমে তার গড় প্রায় একশোর কাছাকাছি। তার স্ট্রাইক রেটও অনেক বেশি। সরফরাজ শুধু নির্বাচকদের দরজায় কড়াই নাড়ছে না। সে নির্বাচকদের তাঁতিয়েও দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবসত সে দলে জায়গা পাচ্ছে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball