promotional_ad

৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
অ্যাডিলেড টেস্টের আগে ক্যানেবেরায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। যদিও বৃষ্টির কারণে ক্যানবেরায় শনিবার টসই হল না। ফলে দুই দিনের এই ম্যাচের ব্যাপারে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। রবিবার ৫০ ওভারের ম্যাচ খেলেই প্রস্তুতি সারবে ভারত।

promotional_ad

ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের মধ্যকার ম্যাচটি ছিল দুই দিনের। প্রথম দিনের খেলা না হওয়ায় বাকি থাকল আর একটি দিন। এ কারণেই দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে রবিবার দিন ৫০ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।


ভারতীয় দলের ক্রিকেটারেরা ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবেন। মূলত স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


promotional_ad

এবার দুই দিনের ম্যাচ ৫০ ওভারে নেমে আসার প্রস্তাবটিও দিয়েছে ভারত। তাতে আর আপত্তি করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডার- গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরুর আগে ফুরফুরে মেজাজে আছে ভারত।


পার্থ টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। এদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু আগে ভারতীয় দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। আর তাই ভারতের ওপেনিং জুটিতে বদল আসতে যাচ্ছে।


প্রথম টেস্টে ইয়াশভি জায়সাওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করেছিলেন। কিন্তু রোহিত ফিরলে রাহুলকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে হবে। প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমান গিলও। তিনি যদি দলে ফেরেন তা হলে তিন নম্বরেও হয়তো জায়গা হবে না রাহুলের। সেক্ষেত্রে মিডল অর্ডারে নেমে যাবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball