৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত
ছবি: সংগৃহীত
ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের মধ্যকার ম্যাচটি ছিল দুই দিনের। প্রথম দিনের খেলা না হওয়ায় বাকি থাকল আর একটি দিন। এ কারণেই দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে রবিবার দিন ৫০ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ভারতীয় দলের ক্রিকেটারেরা ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবেন। মূলত স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এবার দুই দিনের ম্যাচ ৫০ ওভারে নেমে আসার প্রস্তাবটিও দিয়েছে ভারত। তাতে আর আপত্তি করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডার- গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরুর আগে ফুরফুরে মেজাজে আছে ভারত।
পার্থ টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। এদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু আগে ভারতীয় দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। আর তাই ভারতের ওপেনিং জুটিতে বদল আসতে যাচ্ছে।
প্রথম টেস্টে ইয়াশভি জায়সাওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করেছিলেন। কিন্তু রোহিত ফিরলে রাহুলকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে হবে। প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমান গিলও। তিনি যদি দলে ফেরেন তা হলে তিন নম্বরেও হয়তো জায়গা হবে না রাহুলের। সেক্ষেত্রে মিডল অর্ডারে নেমে যাবেন তিনি।