উইকেটের দেখা নেই
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিন তিন উইকেটে ১৭৪ রান করা ভারত ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করছে।
উইকেটের দেখা নেইঃ
প্রথম সেশন কোহলির দাপটে পার করেছে ভারত। সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন ভারতের অধিনায়ক। পেসার আবু রায়েদ রাহির এক ওভারে ১৯ রান তুলে নেন তিনি। এই সেশনে কেবল রাহানের উইকেট নিতে পেরেছে বাংলাদেশের বোলাররা।
কোহলির ২৭তম সেঞ্চুরিঃ

টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
কোহলি-রাহানের ৯৯ রানের জুটি ভেঙেছেন তাইজুলঃ
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছেন। রাহানে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
অবশ্য হাফ সেঞ্চুরি করে বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫১ রানে তাইজুল ইসলামের বলে এবাদতকে ক্যাচ দিয়ে ফেরেন রাহানে। কোহলি-রাহানে জুটি দলের রানের খাতায় যোগ করেন ৯৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১০৬/১০ (৩০.৩ ওভার)
(সাদমান ইসলাম ২৯, লিটন ২৪ রিটায়ার্ড হার্ট; ইশান্ত ৫/২২)
ভারত প্রথম ইনিংসঃ ২৮৯/৪ (৭৬ ওভার)
(কোহলি ১৩০*, জাদেজা ১২*)
বাংলাদেশ একাদশঃ ইমরুল কায়েস, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।
ভারত একাদশঃ রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা।