promotional_ad

সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন শান্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারত ইমার্জিং দলঃ ২৪৬/১০ (৫০ ওভার)


(জাফর ১০৫, গুপ্ত ৪০, জুয়েল ৩৭; সুমন ৪/৬৪)


বাংলাদেশ ইমার্জিং দলঃ ২১২/৩ (৩২ ওভার)


(সৌম্য ৭৭, নাঈম ১৪, শান্ত ৯৪, ইয়াসির ৯*, আফিফ ১০*)


সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ইমার্জিং এশিয়া কাপের খেলায় বাংলাদেশের বিপক্ষে আরমান জাফরের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের পেসার সুমন খান এ দিন নিয়েছেন চার উইকেট। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ।



promotional_ad

সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন শান্তঃ


সৌম্য আউট হওয়ার পর হাত খুলে খেলেছেন শান্ত। তিনি সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরেছেন ৮৮ বলে ৯৪ করে। যশ রাথোরের বলে শান্ত ক্যাচ দিয়েছেন দেশাইয়ের হাতে। শান্তর ইনিংসটি সাজানো ছিল ২টি ছয় এবং ১৪টি চারে। 


ভিত গড়ে দ??য়ে ফিরলেন সৌম্য, শান্তর হাফ সেঞ্চুরিঃ


ওপেনার সৌম্য সরকার ৬৮ বলে ৭৭ রান করে আউট হয়েছেন সিদ্ধার্থ দেশাইয়ের শিকার হয়ে। এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় এবং ৮টি চারে।


আশা জাগিয়ে ফিরলেন নাঈমঃ


নয় বলে দুটি চার ও একটি ছক্কায় ১৪ রান করে সৌরভ দুবের বলে ফিরে গিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখর


প্রথম ইনিংসের বিবরণঃ



টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক বিআর শরতকে ১২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।


এরপর সানভির সিং কে (২৬) ফেরান সৌম্য সরকার। ওপেনার আরিয়ান জুয়েল অবশ্য লড়াই করে যান। যদিও মেহেদী হাসানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেননি তিনি। ফিরে যান ৩৭ রানে।


তারপর জশ রাঠোরকে শূন্য রানে বিদায় করেন পেসার সুমন খান। এরপর ১২৫ রানের জুটি গড়েন আরমান জাফর ও ভিনায়েক গুপ্ত। ৪০ রানে গুপ্তকে থামিয়েছেন সৌম্য সরকার।


অপরপ্রান্তে সেঞ্চুরি তুলে নেন আরমান জাফর। আটটি ছক্কা ও তিনটি চারে ১০৫ রান করে সুমন খানের শিকারে পরিণত হন তিনি। শেষপর্যন্ত ভারত অলআউট হয় ২৪৬ রানে।


সুমন খানের চার উইকেট ছাড়াও তানভির ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball