promotional_ad

ব্যর্থ মিঠুন, মুশফিকের ক্যাচ ছাড়লেন রোহিত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
 
ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের করা ১৫০ রানের জবাবে ছয় উইকেটে ৪৯৩ রান করে তৃতীয় দিন সকালে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে বাংলাদেশের সামনে ভারতের লিড ৩৪৩ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ।


ব্যর্থ মিঠুন, মুশফিকের ক্যাচ ছাড়লেন রোহিত 


শামির বলে মায়াঙ্ক আগারওয়ালকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মদ মিঠুন (১৮)।


প্রথম ইনিংসে তিনটি জীবন পাওয়া মুশফিকুর রহিম এই ইনিংসেও জীবন পেয়েছেন। স্লিপে তাঁর ক্যাচ মিস করেছেন রোহিত শর্মা। 


মুমিনুলকে রিভিউ নিয়ে ফেরাল ভারতঃ



promotional_ad

দুই ওপেনারের বিদায়ের পর ব্যর্থ হয়েছেন অধিনায়ক মুমিনুল হকও (৭)। তাঁকে রিভিউ নিয়ে ফিরিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি।


দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইমরুল-সাদমানঃ


প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে ব্যাটিং করার সময় উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল। ৬ রান করেন সাদমানও। তাঁকে বোল্ড করেন ইশান্ত।
 
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১৫০/১০ (৫৮.৩ ওভার)
(মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)


ভারত প্রথম ইনিংসঃ ৪৯৩/৬ (১১৪ ওভার) (ইনিংস ঘোষণা)
(আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬, জাদেজা ৫৯*, পূজারা ৫৪; রাহি ৪/১০৭)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৪৮/৪ (১৬ ওভার)
(মুশফিক ৪*, মাহমুদউল্লাহ ০*)



বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।    


ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball