promotional_ad

ছক্কা হাঁকিয়ে আগারওয়ালের ডাবল সেঞ্চুরি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
 
ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বিরাট কোহলির দল।


ছক্কা হাঁকিয়ে আগারওয়ালের ডাবল সেঞ্চুরিঃ


মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন আগারওয়াল।


রাহানেকে সেঞ্চুরি বঞ্চিত করলেন রাহিঃ


রাহানেকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন রাহি। ৮৬ রানে তাইজুলের ক্যাচ হয়ে ফিরে যান তিনি। আগারওয়াল-রাহানে মিলে যোগ করেন ১৯০ রান।


দিশেহারা বাংলাদেশি বোলাররাঃ


সেঞ্চুরির পর ১৫০ রানও করেছেন আগারওয়াল। অপরদিকে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন রাহানে। বাংলাদেশের বোলাররা অনেক চেষ্টা করেও উইকেটের দেখা পাচ্ছেন না।


আগারওয়ালের সেঞ্চুরিঃ



promotional_ad

অসাধারণ ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি ওপেনার আগারওয়াল।


প্রথম সেশন ভাগাভাগি করলেন রাহি-আগারওয়ালঃ


প্রথম সেশনে দিনের শুরুতেই পূজারা ও কোহলিকে বিদায় করেন রাহি। এরপর আগারওয়াল-রাহানে জুটিতে ভর করে এগিয়ে যায় ভারত।


রিভিউ নিয়ে বাঁচলেন আগারওয়ালঃ


পূজারা-কোহলির বিদায়ের পর অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়েছেন আগারওয়াল। ভারতের এই ওপেনার আছেন সেঞ্চুরির পথে। লিড পেয়েছে ভারত।


মেহেদী হাসান মিরাজের একটি ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের আবেদনের পর আউটের সিদ্ধান্ত দেয়া হয় আগারওয়ালকে। আম্পায়ার আউটের ঘোষণাও দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান আগারওয়াল। বলটি তাঁর লেগ স্টাম্প মিস করে।


কোহলিকে শূন্য রানে ফেরালেন রাহিঃ


পূজারাকে ফেরানোর পর বিরাট কোহলিকে বিদায় করেছেন রাহি। রাহি লেগ বিফোর উইকেটের আবেদনে অবশ্য ইতিবাচক সাড়া দেননি আম্পায়ার। এরপর মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় রাহির বলটি অফসাইডে পিচ করলেও কোহলির লেগ স্টাম্প বরাবর আঘাত করে।



আম্পায়ারের পরিবর্তিত সিদ্ধান্তের ফলে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় কোহলিকে।


শুরুতেই পূজারাকে বিদায় করলেন রাহিঃ


দ্বিতীয় দিনের শুরুতেই ঝলক দেখান আবু জায়েদ রাহি। ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে গালি অঞ্চলে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ফেরার আগে পূজারা করেন ৫৪ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১৫০/১০ (৫৮.৩ ওভার)
(মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)


ভারত প্রথম ইনিংসঃ ৩৬৫/৪ (৯৮.৬৫ ওভার)
(আগারওয়াল ২০২*, জাদেজা ১২*)


বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।    


ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball