কোহলির পর রাহানেও ছাড়লেন মুশফিকের ক্যাচ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নব্য টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছে মুমিনুলবাহিনী।
কোহলির পর রাহানেও ছাড়লেন মুশফিকের ক্যাচঃ
ব্যক্তিগত ১৪ রানে আবারো জীবন পেলেন মুশফিক। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দেন মুশফিক, যা লুফে নিতে ব্যর্থ হন অজিঙ্কা রাহানে।
প্রথম সেশনে ভারতের পেসারদের রাজত্বঃ
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৬৩ রান। উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ভারতের তিন পেসার একটি করে উইকেট নিয়েছেন।

মুশফিকের ক্যাচ ছাড়লেন কোহলিঃ
মুশফিকুর রহিমের ক্যাচ ছাড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত ৩ রানে ব্যাটিং করার সময় উমেশ যাদবের আউটসুইংয়ে ব্যাট ছোঁয়ান মুশফিক। বল চলে যায় থার্ড স্লিপে দাঁড়ানো কোহলির হাতে। ক্যাচ মিস করেন তিনি।
মিঠুনের বিদায়ে ধুঁকছে বাংলাদেশঃ
দুই ওপেনার ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিঠুন। ব্যক্তিগত ১২ রানে ফিরে যান তিনিও । মোহাম্মদ শামির বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন মিঠুন।
দুই ওপেনারই সাজঘরেঃ
সতর্ক শুরুর পর প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস (৬)। উমেশ যাদবের বলে স্লিপে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার।
এরপরের ওভারে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ- ৬৬/৩ (২৮ ওভার)
(মুমিনুল ২৩*, মুশফিক ১৬*)
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।