promotional_ad

বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ

তাসকিন আহমেদ (বামে), নাহিদ রানা (মাঝে) ও মুস্তাফিজুর রহমান (ডানে)
তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। স্কোর বোর্ডে পর্যাপ্ত রান থাকলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দিতে পারেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হারলেও নিজেদের কাজটা ঠিকই করে গেছেন বাংলাদেশের পেসাররা। একটা সময় স্পিনারদের নিয়ে দাপট দেখালেও বাংলাদেশের ভরসা এখন পেস বোলিং। তাসকিন, নাহিদ, মুস্তাফিজদের উন্নতি দেখে খুশি আকিব জাভেদ।

promotional_ad

একটা সময় একাদশে তিনজন পেসার নিয়ে খেলতে নামতো বাংলাদেশ। সেই সময় পেসারদের কাজই ছিল বলটিকে কিছুটা পুরোনো করে স্পিনারদের হাতে তুলে দেয়া। এমনকি একজন পেসার নিয়ে খেলার রেকর্ডও আছে বাংলাদেশের। তবে সবশেষ কয়েক বছরে সেখান থেকে অনেকটা সরে এসেছে তারা। ফলে বাংলাদেশের বোলিংয়ের শক্তির জায়গা হয়ে উঠেছেন পেসাররা। ম্যাচ জয়ে বড় অবদানও রাখছেন নিয়মিতই। 


আরো পড়ুন

তাসকিন-নাহিদদের সঙ্গে জাকেরকে নিয়েও ভাবছে নিউজিল্যান্ড

২৩ ফেব্রুয়ারি ২৫
মিচেল স্যান্টনার, জাকের আলী, আইসিসি

সবশেষ পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জয়ে বল হাতে অবদান রেখেছিলেন নাহিদ, হাসান মাহমুদরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ, তাসকিনরা বাংলাদেশকে জিতিয়েছিলেন। দুই সিরিজেই পেসারদের বোলিং দেখেছেন আকিব। পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচ প্রশংসা করেছেন নাহিদ, তাসকিন ও মুস্তাফিজের। সেই সঙ্গে বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত তিনি।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আকিব বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং আমি দেখেছি। ওয়েস্ট ইন্ডিজেও তারা যেভাবে বোলিং করেছে তাতেই বোঝা যায় তারা খুব স্কিলফুল। বিশেষ করে নাহিদ রানা, তার উচ্চতা আছে, গতি আছে। তাসকিন খুবই স্কিলফুল বোলার। আরেকজন হচ্ছে মুস্তাফিজ। সে খুবই অভিজ্ঞ। তার ভ্যারিয়েশন অনেক। আমি আনন্দিত কেননা বাংলাদেশের ফাস্ট বোলাররাও এগিয়ে আসছে।’


আরো পড়ুন

আবাহনীকে নাহিদ রানা একাই জিতিয়ে দেবেন, আশাবাদী মোসাদ্দেক

২৫ ফেব্রুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের পর ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের এমন পারফরম্যান্সে রাগে ফুঁসছেন সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার তো টিম ম্যানেজমেন্টকে ‘নির্বোধ’ বলেছেন। সেই সঙ্গে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের মাঝে প্রতিভা দেখেন না পাকিস্তানের সাবেক গতি তারকা। যদিও পেসারদের পক্ষ নিয়ে আশার কথা শুনিয়েছেন আকিব।



পাকিস্তানের কোচ বলেন, ‘মানুষ যেটাই বলে সেটা বলার সম্পূর্ণ অধিকার তাদের আছে। তারা কোনদিক বিবেচনা করে বলে আমি জানি না। শাহীন, নাসিম, হারিস ওরা ভবিষ্যতে যেকোনো দলের জন্যই সেরা অপশন, এমনকি আজকেও। কেন নয়? প্রতিভা কি? পেস বোলিংয়ের কথা যখন বলেন তখন এখানে প্রতিভা কী? পাকিস্তানি বোলারদের নাম আসবে.. আপনি যখন গুগলে লিখবেন ডানহাতি, বাঁহাতি এবং পেস বোলার, যারা ১৪০-১৪৫ গতিবেগে বোলিং করে। তাদের স্কিল আছে, বৈচিত্র্য আছে। আমি এদের নিয়ে খুবই আশাবাদী।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball