promotional_ad

ইব্রাহীমের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য দিল আফগানরা

সেঞ্চুরির পর ইব্রাহীম জাদরান, আইসিসি
ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি আফগানিস্তান। ইংলিশদের হারাতে পারলেই সেমি ফাইনালে খেলার পথে এক পা এগিয়ে যাবে হাসমতউল্লাহ শহীদিরা। এমন ম্যাচেই ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন ইব্রাহীম জাদরান। তার ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

promotional_ad

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। দলীয় ১৫ রানের মধ্যে তারা হারায় রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অটলের উইকেট। গুরবাজকে বোল্ড করে আউট করেন জফরা আর্চার। ইংলিশ এই পেসার এলবিডব্লিউ করে ফেরান সেদিকউল্লাহকে।


আরো পড়ুন

করাচিতে ‘নিজ দেশে খেলার অনুভূতি’ পেয়েছেন গুরবাজ

২২ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং অনুশীলনে রহমানউল্লাহ গুরবাজ, ফাইল ফটো

দ্রুত আউট হয়েছেন রহমত শাহও। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। এই ব্যাটারও আর্চারের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন আদিল রশিদের হাতে। এরপর অধিনায়ক শহীদিকে নিয়ে ইনিংস টানেন ইব্রাহীম। শহীদি ফিরেছেন ৬৭ বলে ৪০ রান করে। 



promotional_ad

শহীদি আউট হওয়ার আগে ইব্রাহীমের সঙ্গে যোগ করেছেন ১০৩ রান। এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে আরও ৭২ রান যোগ করেন ইব্রাহীম। আজমতের অবদান এই জুটিতে ৪১। জেমি ওভারটনের বলে টম বেন্টকে ক্যাচ দিয়েছেন এই আফগান ব্যাটার।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কার্সের, বদলি রেহান

২৫ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারেই ভালো খেলতে পারেননি ব্রাইডন কার্স, ফাইল ফটো

এরপর মোহাম্মদ নবিকে একশর বেশি রানের জুটি গড়েন ইব্রাহীম। ১০৬ বলে সেঞ্চুরি তুলে নেয়ার পর দেড়শ রানের মাইলফলকে যেতে আর মাত্র ৩১ বল খেলতে হয়েছে ইব্রাহীমকে। ইনিংসের শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আর্চারকে ক্যাচ দেন ইব্রাহীম।



তার ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ৬টি ছক্কায়। সেই ওভারে বড় শটের নেশায় মোহাম্মদ নবি আউট হয়েছেন ৪০ রানে। এরপরও আফগানিস্তানের সংগ্রহ ৩২৫ রানে পৌঁছে যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball