promotional_ad

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে জাকের-হৃদয়ের লম্বা লাফ

তাওহীদ হৃদয় ও জাকের আলী, আইসিসি
ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে ব্যাট হাতে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী। ওয়ানডের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন হৃদয়। তিনি ৬৪তম স্থানে আছেন। অন্যদিকে জাকের ৬৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৪তম স্থানে।

promotional_ad

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই হৃদয় তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের ৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জাকেরকে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন তিনি। তাতেই বাংলাদেশ ২২৮ রানের পুঁজি পেয়েছিল।


আরো পড়ুন

তাসকিন-নাহিদদের সঙ্গে জাকেরকে নিয়েও ভাবছে নিউজিল্যান্ড

২৩ ফেব্রুয়ারি ২৫
মিচেল স্যান্টনার, জাকের আলী, আইসিসি

জাকের ভারতের বিপক্ষে ৬৮ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। তাতেই র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে ৩০ এর মধ্যে এগিয়েছেন। তাসকিন ভারতের বিপক্ষে একটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে উইকেট নিয়েছেন।


কদিন আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের এই ওপেনার। এরই মধ্যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে। গিল বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।



promotional_ad

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ও ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই ২১ রেটিং পয়েন্ট যোগ করেছেন। এখন তার নামের পাশে রয়েছে ৮১৭ রেটিং। এর আগে গিলের সঙ্গে ২৩ রেটিং পয়েন্টের পার্থক্য থাকলেও সেই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭। এদিকে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। 


আরো পড়ুন

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

২১ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরির পর হৃদয়, আইসিসি

আর তাতেই নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। উন্নতি হয়েছে লোকেশ রাহুলেরও, তিনি ২ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৫তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের উইল ইয়ং ৮ ধাপ উন্নতি করে ১৪ তম স্থানে উঠে এসেছেন।


আর টম লাথাম ১১ ধাপ এগিয়ে ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেয়া রাচিন রবীন্দ্র ১৮ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ২৪তম স্থানে। ১২ ধাপ এগিয়েছেন গ্লেন ফিলিপস। তার অবস্থান এখন ২৮তম স্থানে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে অ্যালেক্স ক্যারি চার ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন। জস ইংলিশ ১৮ ধাপ এগিয়ে ৮১তম স্থানে আছেন। কেশভ মহারাজ ও ম্যাট হেনরি এগিয়েছেন বোলারদের তালিকায়।



মহারাজ এক ধাপ এগিয়ে আছেন ৪ নম্বরে। আর হেনরি দুই ধাপ এগিয়ে ছয়ে। অন্যদিকে  পাঁচে জায়গা করে নিয়েছেন বোলারদের তালিকায়। ২ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। পাকিস্তানের আবরার আহমেদ ২৬ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে। অন্যদিকে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ১৩ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball